আধুনিক ফ্যাশনে যেন চুলে রঙ করা ছাড়া ফিকে লাগে। ফ্যাশন সচেতন মানুষ তাই বেছে নেন নানা রঙ। কিন্তু মানানসই রঙ বাছাই করা যেন একটা ধাঁধা। ‘কালার থিওরি’ বা রঙ তত্ত্ব অনুসরণ করলে কাজটি বেশ সহজ হয়ে যায়।