সংস্কারের পর অনেকটা বদলে যাওয়া ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৭টায় প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১০ জুন এ মাঠেই হবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচ। ভুটান ম্যাচ তাই বাংলাদেশের জন্য বাছাইয়ের যুদ্ধে নামার আগের মহড়া।