ইশরাকের শপথ: নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে আপিল বিভাগ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেয় বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী।