০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
নির্বাচনে জেতার পাঁচ বছর পর গেজেট পেলেও মেয়রের চেয়ারে বসার সুযোগ পাচ্ছেন না ইশরাক। তিনি বরং দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন দাবি করতে পারেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তার সমর্থকরা। সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, তাকে মেয়র হিসেবে শপথ না পড়ানো বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।
দিনের বর্জ দিনেই সোফ করার লক্ষ্য নিয়েছিল ঢাকার দুই সিটি।
“কাল থেকে তাদের যদি না মানা শুরু করি, তাহলে এর দায় কে নেবে?”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে, নিজের শপথ নিজেই পড়ে চেয়ারে বসার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অবিলম্বে অন্তর্বর্তী সরকার শপথ না পড়ালে আবারও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে কদমতলী ৫২ নং ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে আপিল বিভাগ তা বাতিল করেননি বলে জানিয়েছেন ইসির আইনজীবী। তিনি বলেন, গেজেট প্রকাশের জন্য ইসির পক্ষ থেকে মন্ত্রণালয়ের মতামত চাওয়ার কোনো প্রয়োজন ছিলো না, এমন মত দিয়েছেন বিচারকরা।
শপথের দাবিতে সমর্থকদের অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানাতে গিয়ে তিনি বলেন, সরকার অবিলম্বে মেয়র পদে শপথের আনুষ্ঠানিকতা শুরু না করলে ‘বেগবান’ হবে আন্দোলন।