চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে দুর্দিন: আনিসুল ইসলাম
চাঁদাবাজদের মদদ না দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেছেন, ৩৫০ জন সংসদ সদস্য যদি এই প্রতিজ্ঞা করেন তাহলে হয়তো চাঁদাবাজি একেবারে নির্মূল হবে না, কিন্তু কমানো যাবে। স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীও এতে একমত হয়ে বক্তব্য দেন।