Published : 26 Feb 2025, 04:20 PM
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে হড়কা বানের এক ঘটনায় দুই পরিবারের অন্তত ২১ জন সদস্যের মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রয়টার্স জানায়, পরিবারগুলো মঙ্গলবার পুষ্টকোহ জেলার কোজার গ্রামে পিকনিকে গিয়েছিল। সেখানেই হড়কা বানের শিকার হন তারা।
কানি জানিয়েছেন, তারা একটি পর্বতে ওঠার সময় ঝড় ও ভারি শিলাবৃষ্টির মধ্যে পড়ে যান।
গত বছর আফগানিস্তানের উত্তরাঞ্চলে হড়কা বানে ৩১৫ জনের মৃত্যু হয় এবং ১৬০০ জনেরও বেশি আহত হন।