Published : 27 May 2025, 01:00 PM
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া দু’টি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, কয়েক ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়। প্রথম ক্ষেপণাস্ত্রটির কারণে জর্ডান উপত্যকায় ও পশ্চিম তীরের উত্তরাংশে ইসরায়েলি বসতিগুলোতে সতর্ক সঙ্কেত বেজে ওঠে।
তখন ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের এয়ার ডিফেন্স ‘হুমকি প্রতিরোধের জন্য কাজ করছে’। এর কিছুক্ষণ পর তারা আরেকটি বিবৃতি দিয়ে ক্ষেপণাস্ত্রটি ‘প্রতিরোধ’ করা হয়েছে বলে জানায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর হয়নি।
এর কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে দ্বিতীয় আরেকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তারা সেটিও প্রতিরোধ করেছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
ইয়েমেনের ইরানি মিত্র গোষ্ঠী হুতিরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হুতিদের দাবি, তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের স্বার্থে আঘাত হানছে।
ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হওয়ার পর লোহিত সাগরে ও সংলগ্ন জলপথে মার্কিন জাহাজগুলোতে হামলা বন্ধ করেছে। এই সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও ইয়েমেনে হামলা বন্ধ করেছে। কিন্তু হুতিরা ইসরায়েলে ও ইসরায়েলের স্বার্থগুলোতে হামলা অব্যাহত রেখেছে।
হুতিদের হামলার জবাবে ইসরায়েল ইয়েমেনে বেশ কয়েকবার ব্যাপক হামলা চালিয়েছে। এসব পাল্টা হামলার মধ্যে ৬ মে ইয়েমেনের রাজধানী সানায় দেশটির প্রধান বিমানবন্দরে চালানো বিমান হামলায় বেশ কয়েকজন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।