Published : 08 Mar 2025, 07:39 PM
একুয়েডরের বৃহত্তম শহর গুয়াইয়াকিলের একটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক অপরাধী দলের অন্তর্দ্বন্দ্বে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নগরীর নুয়েভা প্রসপেরিনা এলাকায় অপরাধী গোষ্ঠী লোস তিগেরনিসের সদস্যদের মধ্যে বন্দুক লড়াইয়ে এরা নিহত হন, শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান স্থানীয় পুলিশ প্রধান পাবলো দাভিলা।
দাভিলা বলেন, “গতকাল নগরীর ওই অংশে অপরাধীরা একে অপরকে হত্যা করেছে। সমস্যা হচ্ছে তারা পরস্পরকে চেনে, জানে কে কোথায় থাকে আর ওই অঞ্চলে কার ক্ষমতা বেশি তা নিয়ে লড়াই করছে।”
ঘটনার পর পুলিশ বড় ধরনের অভিযান শুরু করে অনেকগুলো আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় তারা ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই অপ্রাপ্ত বয়স্কসহ ১৪ জনকে গ্রেপ্তার করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নিহত ও গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকের নামে বিভিন্ন অপরাধের রেকর্ড আছে। তাদের নামে ডাকাতি থেকে শুরু করে মাদক পাচারের মামলা আছে।
রয়টার্স জানিয়েছে, মাদক পাচারকারী অপরাধী দলগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার ঘোষিত লড়াইয়ের অংশ হিসেবে সম্প্রতি একুয়েডরের সবচেয়ে সহিংস অঞ্চলগুলোতে সরকার তাদের অভিযান আরও জোরদার করেছে।
সরকার লোস তিগেরনিস ও অন্য অপরাধী দলগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করছে।
এপ্রিলের রানঅফ ভোটে পুনর্নির্বাচিত হওয়ার আশায় থাকা নোবোয়া বলেছেন, গুয়াইয়াকিলের সহিংসতার প্রতিক্রিয়ায় সামরিক বাহিনী ও পুলিশ কর্মকর্তাদের কোনো শাস্তির ভয় না পেয়ে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স এ নোবোয়া লিখেছেন, “দেশকে রক্ষা করুন, আমি আপনাদের রক্ষা করবো।”