Published : 16 May 2025, 11:34 AM
ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এক গর্ভবতী নারী গুলিতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ‘৫ জঙ্গিকে’ হত্যা করার কথা জানিয়েছে তেল আবিব।
দুই ঘটনার সঙ্গে আদৌ কোনো যোগসূত্র আছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গর্ভবতী সেটলার হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বসতি স্থাপনকারীপন্থি কট্টর নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ পশ্চিম তীরের যেখানে ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার আশপাশের দুটি শহর মাটির সঙ্গে গুড়িয়ে দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন।
গুলি বিনিময় ও কাঁধে রেখে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনী তামুনের একটি ভবনে ৫ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ও আরেকজনকে গ্রেপ্তার করেছে, তেল আবিবের সেনাদের বৃহস্পতিবারের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পশ্চিম তীরের উত্তর দিকে অবস্থিত তামুন শহরে নিহত পাঁচজনকে নিজেদের সদস্য বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ। ইসরায়েলি বাহিনী বাড়ি ঘিরে ফেলার পর তাদের সঙ্গে সংঘর্ষে এই সদস্যদের মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
বুধবার রাতে ইসরায়েলি বসতি ব্রুখিনের কাছে সিলা গেজ নামের ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ব্রুখিন থেকে তামুনের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
ইসরায়েলি সেনাবাহিনী পরে জানায়, তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজছে, যদিও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
সিলা গেজকে গুলি করে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দুই দশকের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে বড় অভিযান চলছে। ওইদিকে গাজাতে বোমাবর্ষণ তো চলছেই।
যেই ভবনে ৫ ‘জঙ্গিকে’ হত্যা করা হয়েছে, ইসরায়েলি বাহিনী পরে সেই ভবনটি গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বুধবার রাত ও বৃহস্পতিবার দিবাগত রাতে তামুন ও এর কাছাকাছি শহর তুবাসে অভিযান চালানোর সময় ভবনটিতে ‘সন্ত্রাসীদের’ উপস্থিতি টের পায় তারা। ভবনটি থেকে পরে তারা ‘জঙ্গিদের’ ব্যবহৃত বন্দুকও উদ্ধার করেছে।
তুবাস থেকে তিন সশস্ত্র ব্যক্তিকে আটক করার কথাও জানিয়েছে তারা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ৪ জনের মৃতদেহ নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় রেড ক্রিসেন্ট বলেছে, তারা একটি জ্বলন্ত ভবন থেকে পঞ্চম মৃতদেহটি উদ্ধার করেছে।