Published : 31 May 2025, 03:58 PM
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর ‘ধাক্কা’ দেওয়ার একটি ভিডিও নিয়ে সংবাদ সম্মেলনে ঠাট্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ম্যাক্রোঁর সাম্প্রতিক ভিয়েতনাম সফরের সময় উড়োজাহাজ থেকে দেশটির মাটিতে নামার ঠিক আগে ঘটনাটি ঘটে।
গত রোববার এক সফরে ভিয়েতনাম যান ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত। ফ্রান্সের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের হ্যানেয়ে অবতরণের পর আকাশযানটির দরজা খোলার মূহুর্তে ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ব্রিজিত (৭২) দুই হাত বাড়িয়ে তার স্বামী (৪৭) ম্যাক্রোঁর মুখে ‘ধাক্কা’ দিচ্ছেন। ম্যাক্রোঁ অপ্রস্তুত হয়ে পড়েন কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে হাত নেড়ে বাইরে থাকা ভিয়েতনামিদের শুভেচ্ছা জানান।
শুক্রবার ওভাল দপ্তরে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনবারের বিবাহিত ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ওই ভিডিওর বিষয়ে তিনি ‘বিশ্বনেতা হিসেবে আরেক বিশ্বনেতা’ ম্যাক্রোঁকে কোনও ‘বৈবাহিক পরামর্শ’ দেবেন কি না ।
এর সরস জবাব দিয়ে ট্রাম্প বলেন, “দরজাটা বন্ধ আছে কি না, তা নিশ্চিত হয়ে নিন। বিষয়টা ভালো ছিল না।”
ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ট্রাম্প বলেন, “আমি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। তারা ভালো আছে।
“আমি ওদের অনেক ভালো করে চিনি। খুবই চমৎকার দুজন মানুষ। তবে সেদিন কী হয়েছিল আমি জানিনা।”
বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করেন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে। ম্যাক্রোঁ তা অস্বীকার করে বলেন, ঘটনাটি নিয়ে ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে, ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এদিকে, ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ইলন মাস্ক, যিনি ট্রাম্প সরকারের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ থেকে বিদায় নিচ্ছেন, তিনিও মজা করতে ছাড়েননি।
মাস্কের চোখের কোনায় দেখায় যায় কালশিটে দাগ। একজন সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চাইলে মাস্ক রসিকতা করে বলেন, “আমি তখন ফ্রান্সের ধারে কাছেও ছিলাম না।”
মাস্ক পরে ব্যাখ্যা দিয়ে বলেন, “আসলে আমার ছেলে ঘুষি দিয়েছে।”