Published : 03 Jun 2025, 11:25 AM
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের প্রধান বন্দর শহর ডালিয়ানে সম্ভাব্য ব্যবসায়িক দ্বন্দ্বে দুই জাপানি নাগরিক খুন হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার জাপানের কিয়োডো নিউজ চীনের জাপান দূতাবাসের বরাতে এসব তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের।
চীনের পুলিশ ২৫ মে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিইয়াংয়ের জাপানি কনস্যুলেটকে এই হত্যাকাণ্ডের বিষয়টি অবহিত করে। তারা জানায়, পরিচিতদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
জাপানি গণমাধ্যম নিপ্পন ডটকম জানায়, যে সন্দেহভাজনকে আটক করা হয়েছে তিনি চীনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আদর্শিক কোনো বিষয়ের সংশ্লিষ্টতা নেই বলে মনে করা হচ্ছে।
নিহতদের নাম, পরিচয় বা বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।