Published : 20 Apr 2025, 09:01 PM
রাশিয়া ও ইউক্রেইন ইস্টার উপলক্ষ্যে ঘোষণা করা একদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করেছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রোববার সকালে রাশিয়ার বোমা এবং ড্রোন হামলা বেড়ে গেছে।
তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যদুপুর পর্যন্ত রাশিয়ার ২৬ টি হামলা সংঘটিত হয়েছে। তবে বিবিসি এ দাবি নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।
এক্সে জেলেনস্কির এক পোস্টে বলা হয়েছে, “হয় পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) পুরোপুরি তার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছেন না, অথবা পরিস্থিতি প্রমাণ করছে যে, রাশিয়ায় তাদের যুদ্ধ শেষের পথে এগুলোর কোনও লক্ষ্য নেই।”
ওদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, ইউক্রেইন শত শত বার ড্রোন হামলা চালিয়েছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
এর আগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার উপলক্ষ্যে ইউক্রেইনে রোববার পর্যন্ত একতরফা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া সব ধরনের আক্রমণ বন্ধ করে ২০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত তা বজায় রাখার ঘোষণা দেয়। এ সময় সব ধরনের শত্রুতা বন্ধ রাখার জন্য পুতিন তার বাহিনীগুলোকে নির্দেশ দেন।
কিন্তু এরপরই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল।