Published : 17 May 2025, 11:06 AM
দক্ষিণ মেক্সিকোর একটি গ্রামীণ শিক্ষক প্রশিক্ষণ কলেজের ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দশক বাদে মামলার বিচারককে গ্রেপ্তার করা হয়েছে।
ওই মামলার প্রমাণাদি গায়েব করার অভিযোগে বর্তমানে অবসরে যাওয়া ৭৯ বছর বয়সী লাম্বারটিনা গ্যালিয়ানা মারিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
সিএনএন লিখেছে, এই গ্রেপ্তারের সঙ্গে আদালত থেকে ক্যামেরা রেকর্ডিং খোয়া যাওয়ার সম্পর্ক রয়েছে, ওই ভিডিওতে নিখোঁজ শিক্ষার্থীদের সবশেষ দেখা গিয়েছিল। ওই সময় গেরেরো রাজ্যের সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট ছিলেন মারিন।
২০২২ সালের অগাস্টে সেনা কমান্ডার, পুলিশ কর্মকর্তা এবং গেরেরো রাজ্যের প্রশাসনিক ও বিচারিক কর্তৃপক্ষের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও তখন অ্যাটর্নি জেনারেল অফিস (এফজিআর) সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম শুক্রবার সকালের সংবাদ সম্মেলনে মারিনের গ্রেপ্তার নিয়ে কথা বলেন।
তিনি বলেন, “এই মামলার ভিডিওগুলো কেন মুছে ফেলা হয়েছে তা তদন্ত করছে বিশেষ প্রসিকিউটর অফিস। ২০১৪ সালে নিখোঁজ হওয়াদের পরিবার দীর্ঘদিন ধরে এই তদন্তের দাবি জানিয়ে আসছিল।”
শেইনবাউম ২০২৪ সালে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৪ সালের নিখোঁজ শিক্ষার্থীদের রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি পূরণ না করেই প্রেসিডেন্টের পদ ছেড়েছিলেন।
সিএনএন লিখেছে, এই নিখোঁজ হওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে মেক্সিকোকে নাড়া দিয়েছে। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় আয়োৎজিনাপা রুরাল টিচার্স কলেজ-এর পুরুষ শিক্ষার্থীরা ইগুয়ালা শহর দিয়ে যাওয়ার সময় তাদের বাস থামায় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী।
এরপর ঠিক কী ঘটেছিল তা এখনো অজানা, তবে ঘটনাস্থলের ছবিতে গুলিবিদ্ধ একটি বাস দেখা গেছে।