Published : 04 Jun 2025, 06:11 PM
বিশ্বযুদ্ধের সময়কার তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়ার পর কর্তৃপক্ষ পশ্চিম জার্মানির কোলন শহরের কেন্দ্রস্থল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর লোকজনকে সরিয়ে নিতে এত বড় অভিযান আর হয়নি, বলছে কোলন কর্তৃপক্ষ।
তারা এক হাজার মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সবাইকে বুধবার সকাল ৮টা থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে। এতে শহটির পুরনো এলাকা ও ডয়টস জেলার ২০ হাজার ৫০০ বাসিন্দার পাশাপাশি অসংখ্য কর্মী ও বিভিন্ন হোটেলের অতিথিদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাইন নদীর তীরে ব্যস্ত এলাকা ডয়টসে নির্মাণ কাজ চলার সময় সোমবার ওই তিনটি আমেরিকান বোমা পাওয়া যায়, যাদের প্রত্যেকটিতে ইমপ্যাক্ট ফিউজ আছে।
বুধবার পরের দিকে বোমাগুলো নিস্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞদের।
জার্মানিতে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। যুদ্ধের সময় দেশটির অনেক শহরই মিত্রবাহিনীর বোমায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বোমার কারণে কোলনের যে যে অংশ খালি করে ফেলতে হচ্ছে তার মধ্যে একটি হাসপাতাল, দুটি বৃদ্ধনিবাস, ৯টি স্কুল এবং অনেকগুলো হোটেল ও জাদুঘর আছে।
“সংশ্লিষ্ট সবাই আশা করছে বুধবারের ভেতর নিস্ক্রিয়করণ শেষ হয়ে যাবে। এটা কেবল তখনই সম্ভব যখন নির্ধারিত এলাকাগুলোর সবাই তাদের বাড়ি ও কর্মস্থল ত্যাগ করবেন এবং খালি করে ফেলার নির্দেশ দেওয়া এলাকার বাইরে থাকবেন,” বিবৃতিতে বলেছে শহর কর্তৃপক্ষ।
তাদের এ নির্দেশনার ফলে ১০ লাখেরও বেশি বাসিন্দার শহরটির পরিবহন ব্যবস্থাপনায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করেছে। অনেক ট্রেন হয় বাতিল হবে বা গন্তব্য বদলে যাবে বলে সতর্ক করেছে জার্মানির রেল পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা।
বোমা নিস্ক্রিয়করণ অভিযান শুরু হওয়ার পর রাইন নদীর কিছু অংশে যাতায়াতও বন্ধ থাকবে।