Published : 07 Jun 2025, 12:27 AM
মহাত্মা গান্ধীর দুষ্প্রাপ্য তৈলচিত্র আগামী মাসে নিলামে উঠবে লন্ডনে। ধারণা করা হয়, মাত্র একবারই নিজের ছবি আাঁকার জন্য পোজ দিয়েছিলেন মহাত্মা গান্ধী।
১৯৩১ সালে ক্লেয়ার লেইটন নামে এক ব্রিটিশ শিল্পী তৈরি করেছিলেন ছবিটি। সেই অমূল্য ছবিই জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নিলামে তোলা হচ্ছে লন্ডনের বনহ্যামস নিলামঘরে।
ব্রিটিশ শাসনাধীন ভারতে অহিংসার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাকে দেশবাসী জাতির পিতার আসনে বাসিয়েছিল।
বিবিসি জানায়, ১৯৩১ সালে মহাত্মা গান্ধী লন্ডনে গিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য গোলটেবিল বৈঠকে যোগ দিতে। তখনই গান্ধীকে তুলির টানে ফুটিয়ে তোলেন শিল্পী লেইটন।
ব্রিটিশ রাজনীতি বিষয়ক সাংবাদিক নোয়েল ব্রেইলসফোর্ডের মাধ্যমে গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন লেইটন। ছবিটি ১৯৮৯ সাল পর্যন্ত শিল্পীর মৃত্যুর আগে পর্যন্ত তার কাছেই ছিল। পরে এটি তার পরিবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রে এই চিত্রটি প্রদর্শনীর সময় এর ওপর এক ডানপন্থি হিন্দুর ছুরি হামলা হয়েছিল বলে অভিযোগ আছে। যদিও এর কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের হিন্দু কট্টরপন্থিরা মহাত্মা গান্ধীকে অতিরিক্ত মুসলিমপন্থি বলে দোষারোপ করে থাকে। ভারতে বিভাজন এবং দেশভাগের সময় রক্তপাতের জন্য তাকে দায়ী করে তারা।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারিতে এক উগ্রপন্থি হিন্দু নাথুরাম গডসে একটি প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে।