Published : 01 Apr 2025, 10:01 PM
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারীসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তেল আবিবের এই হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র সঙ্গে তাদের কয়েক মাস আগে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও চাপে ফেলবে বলেই অনুমান করা হচ্ছে।
হামলায় ৭ জন আহতও হয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে দ্বিতীয়বার বৈরুতের দাহিয়া এলাকায় তেল আবিব হামলা চালাল। দাহিয়ায় হিজবুল্লাহ’র শক্ত ঘাঁটি আছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইসরায়েলি বেসামরিকদের ওপর হামাসের হামলা পরিকল্পনায় সহায়তা করা হিজবুল্লাহ’র এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ হামলার নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, এই হামলা যুদ্ধবিরতির ‘নির্লজ্জ লঙ্ঘন’।
যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের
বিবিসি লিখেছে, মধ্যরাতে কোনো সতর্কবার্তা দেওয়া ছাড়াই এ হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ সদস্য হাসান আলি মাহমুদ বদেইর।
“তাৎক্ষণিক হুমকি সৃষ্টি হওয়ায় তাকে নির্মূলে ব্যবস্থা নিতে হয়েছে, হুমকি দূর হয়েছে,” বিবৃতিতে বলেছে তারা।
ইসরায়েলি হামলা নিয়ে হিজবুল্লাহ’র তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।