Published : 17 May 2025, 07:07 PM
ক্রেমলিন জানিয়েছে, শুধু যদি নির্দিষ্ট চুক্তিগুলোতে পৌঁছানো যায় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন।
শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এমন কথা জানালেও রাশিয়ার দৃষ্টিকোণ থেকে এটি করতে কোন চুক্তিগুলো প্রয়োজন হবে তা নির্দিষ্ট করে বলেননি। ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে পুতিন আর জেলেনস্কি কখনো মিলিত হননি।
রয়টার্স লিখেছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ক্রেমলিনের নেতাকে তুরস্কে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু পুতিন নিজে না গিয়ে ইউক্রেইনের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার সহযোগী ও কর্মকর্তাদের একটি টিম পাঠিয়েছেন। এরাই ২০২২ এর মার্চের পর থেকে প্রথম দ্বিপাক্ষিক মুখোমুখি বৈঠকে শুক্রবার ইউক্রেইনের আলোচকদের সঙ্গে বসেছেন।
ইউক্রেইন জানিয়েছে, আলোচনায় তারা পুতিন-জেলনস্কি বৈঠকের ইস্যুটি তুলেছিল।
পেশকভ জানিয়েছেন, শুধুমাত্র দুই পক্ষের মধ্যে কাজের ফলে ‘চুক্তির আকারে নির্দিষ্ট ফলাফল অর্জন করা গেলে’ এ ধরনের একটি বৈঠক সম্ভব বলে বিবেচনা করে রাশিয়া।
এর পাশাপাশি প্রতিনিধিরা একমত হয়ে যে নথিগুলো প্রস্তুত করবে সেগুলোতে ইউক্রেইনের পক্ষ থেকে ‘ঠিক কে স্বাক্ষর করবে’ তা রাশিয়ার ‘প্রধান এবং মৌলিক’ বিবেচনার বিষয় হবে বলে জানান তিনি।
তবে পেশকভ তার এই মন্তব্য নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি। পুতিন এর আগে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কারণ নির্বাচিত হওয়ার পর থেকে তার মেয়াদ গত বছর শেষ হয়েছে।
রাশিয়ার আক্রমণের মুখে সামরিক আইন জারি করা ইউক্রেইন পরবর্তী নির্বাচনের কোনো তারিখ এখনও নির্ধারণ করেনি।