Published : 08 Jun 2025, 10:51 PM
এবছর হজ মৌসুমে গরমজনিত অসুস্থতার হার গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে এসেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এই সাফল্যের পেছনে আছে স্বাস্থ্য খাতের পূর্ব পরিকল্পিত জনস্বাস্থ্য উদ্যোগ। সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় করে তারা কাজ করেছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে ছায়াঘেরা স্থান বাড়ানো হয়েছে। মুসল্লিদের মাঝে শীতলীকরণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একাধিক ভাষায় সচেতনতামূলক প্রচারও চালানো হয়েছে।
তাছাড়া, তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দল ও জরুরিসেবা ইউনিটও মোতায়েন রাখা হয়। এসব উদ্যোগ গরমে অসুস্থ হয়ে পড়া থেকে মুসল্লিদের রক্ষা করেছে।
বড় কোনও দুর্ঘটনা ছাড়াই ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন হাজিরা। গাল্ফ নিউজ জানায়, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সাফল্যকে সৌদি ভিশন ২০৩০-এর সরাসরি ফল বলে উল্লেখ করেছে।
বিশেষ করে স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি ও হজযাত্রী অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে হাজিদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
গত বছর প্রচণ্ড গরমে হাজার হাজার হজযাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়। এর মধ্যে বহু হাজির মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
এক হাজারের বেশি হাজি গতবছর মারা গিয়েছিলেন। অনুমোদন ছাড়া হজে অংশ নেওয়া, তীব্র তাপমাত্রা ও গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে।
এবারের বিপরীত চিত্র প্রমাণ করেছে জোরকদমে কার্যকর পদক্ষেপ নিলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব, বলেছে সৌদি মন্ত্রণালয়।
সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৫ সালে হজ পালন করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন বিদেশ থেকে হজ করতে সৌদি আরবে যান।
আর ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন ছিলেন সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। পুরুষ হাজির মোট সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী হাজি ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।