Published : 03 Jun 2025, 03:09 PM
দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভূখণ্ডটির হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, বলেছে তারা।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে রাফায় ওই খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনিদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, যারা ‘নির্ধারিত প্রবেশপথের বাইরে’ চলে গিয়েছিল, তাদের ওপর গুলি চালানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে কিছু বলেনি তারা।
এর আগে ইসরায়েল দাবি করেছিল, গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তাদের তিন সেনা নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গাজার উত্তর ও দক্ষিণের এই দুই ঘটনার কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারা।
গাজায় এখন ত্রাণ বিতরণের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গ্লোবাল হেলথ ফাউন্ডেশন। তারা বলেছে, তাদের বিতরণ কেন্দ্রে কোনো ঘটনা ঘটেনি।
“বেসামরিক কয়েকজন সুনির্দিষ্ট নিরাপদ করিডোর থেকে বাইরে বেরিয়ে একটি নিষিদ্ধ সামরিক এলাকার দিকে চলে যাওয়ার পর গুলিতে কেউ আহত হয়েছে কিনা, তা নিয়ে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) তদন্ত চালাচ্ছে বলে বুঝতে পেরেছি আমরা।
“ওই এলাকা আমাদের ত্রাণ বিতরণ কেন্দ্র ও আমাদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে অনেক দূরে। আমরা পরিস্থিতির জটিলতা বুঝি এবং বেসামরিকদের পরামর্শ দিচ্ছি, তারা যেন আমাদের বিতরণ কেন্দ্রে আসার সময় সুনির্দিষ্ট নিরাপদ করিডোরের মধ্যেই থাকে,” বলেছে তারা।
জিএইচএফ জানিয়েছে, তারা মঙ্গলবার সকালের দিকে ২১ ট্রাকভর্তি খাবার বিতরণ করেছে। যদিও তাদের বিতরণ করা খাবার রান্না করা না থাকায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনেকেরই এখন রান্না করার সক্ষমতা নেই।
রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলির ঘটনায় প্রায় প্রতিদিনই নিহতের খবর পাওয়া যাচ্ছে।
রোববারও ইসরায়েলি বাহিনীর একই ধরনের হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছে বলে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক একাধিক কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে তিনজনের নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে।
জাতিসংঘ বলছে, ১১ সপ্তাহব্যাপী ইসরায়েলি অবরোধের পর, গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
দিনকয়েক আগে জিএইচএফ তাদের প্রথম ত্রাণকেন্দ্রগুলো চালু করেছে, সামনে আরও ত্রাণ বিতরণ কেন্দ্র খোলারও ঘোষণা দিয়েছে তারা।
তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত এই জিএইচএফ ত্রাণ বিতরণের আন্তর্জাতিক নীতিমালা মানছে না।