Published : 27 Mar 2025, 05:33 PM
মিশরের লোহিত সাগরে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
মিশরের হারগাদা শহরে বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
কায়রো থেকে বিবিসি-র সংবাদদাতা জানান, সিন্দবাদ নামের সাবমেরিনটি উপকূলের কাছে ডুবে যায়। মিশরের রুশ দূতাবাস জানায়, সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই ছিল রাশিয়ার।
ফেইসবুকে এক পোস্টে দূতাবাস বলেছে, সাবমেরিনটিতে শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। প্রাথমিকভাবে চার জন নিহত হওয়ার খবর জানানো হয় পোস্টে।
হারগাদায় এই দুর্ঘটনাই প্রথম নয়। নভেম্বরে সী স্টোরি নামের আরেকটি নৌকা ডুবে এক ব্রিটিশ দম্পতিসহ ১১ জন নিহত বা নিখোঁজ হয়েছিল। আর ৩৫ জন বেঁচে ফিরেছিল।
সেই সময় এই দুর্ঘটনার জন্য মিশর কর্তৃপক্ষ ৪ মিটার উঁচু ঢেউকে দায়ী করেছিল। তবে বিবিসি বেঁচে আসাদের সঙ্গে কথা বলে জানতে পারে নিরাপত্তায় ফাঁক ছিল।
যুক্তরাজ্যের তদন্তকারীরা গত মাসে বলেছেন, গত ৫ বছরে ওই এলাকায় নৌডুবির এমন ১৬ টি ঘটনা ঘটেছে। এতে মানুষের মৃত্যুও হয়েছে।