Published : 11 Jun 2025, 07:45 PM
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই দিনের সফরে কানাডায় থাকবেন শনিবার (১৪ জুন) থেকে।
তার এ সফরের কথা বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি ঘোষণা করেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, কিয়ার স্টারমার শনি ও রোববার দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন।
যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমও শনিবার থেকে তার দুই দিনের এ সফরের খবর দিয়েছে।
দ্বিপক্ষীয় এ সফরের পর কিয়ার স্টারমারের জি৭ দেশের জোটের শীর্ষ সম্মেলনে অংশে নেওয়ার কথা। কানাডার আলবার্টায় ১৫ থেকে ১৭ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কানাডাকে নিজেদের অঙ্গরাজ্য বানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ সফর হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে বৈঠক করবেন যাতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও মার্কিন প্রেসিডেন্টকে কীভাবে সামলানো যায় তা নিয়ে আলোচনা হবে। তাদের আলোচনায় নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও থাকবে।
ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতার আসার পরপরই প্রতিবেশী কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্য করার ঘোষণা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট শুধু এতেই থেমে থাকেননি কানাডা থেকে ইস্পাত আমদানিতে শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে।
কিয়ার স্টারমারের সফর প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, তার এ সফর দুই দেশের দীর্ঘ অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে কানাডার অগ্রগতি ও জনগণের সমৃদ্ধিকে এগিয়ে নেবে। দুই নেতার এ বৈঠক কানাডার আলবার্টায় ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিতব্য জি৭ শীর্ষ সম্মেলনের আলোচনাকে এগিয়ে নেবে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত বলে মঙ্গলবার আভাস দেন প্রেস সচিব শফিকুল আলম। এ ব্ঠৈক আয়োজনের চেষ্টা চলছে বলে এক প্রশ্নের জবাবে তুলে ধরেন তিনি।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বিফ্রিংয়ে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো বৈঠক আছে কি না, তা কবে হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “কিয়ার স্টারমার সম্পর্কে আমরা যেটা জানতে পারছি, তা হলো উনি সম্ভবত কানাডায় আছেন। কানাডায় ভিজিট করছেন।
“আজকে ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি এসেছিলেন, তিনি জানালেন যে উনি কানাডায় আছেন। তারপরও আমরা এক ধরনের কথাবার্তার মধ্যে আছি– যদি সময় বা সূচি মিলে যায় তাহলে বৈঠকটি হবে। আর যদি সূচি না মেলে, তাহলে এটা নিয়ে কাজ হচ্ছে। আমি এইটুকু বলতে পারি, এই বৈঠক নিয়ে কাজ হচ্ছে।"
চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেন মঙ্গলবার সকালে। তার শনিবার-১৪ জুন দেশে ফিরে আসার সূচি রয়েছে।
আরও পড়ুন
‘নির্বাচনের তারিখ থেকে সংস্কার' থাকবে আলোচনায়: ইউনূস-তারেক বৈঠক নিয়ে প্রেস সচিব