Published : 31 May 2025, 11:14 PM
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তীর থেকে মাত্র কয়েক মিটার দূরে থাকা অবস্থায় নৌকা উল্টে গিয়ে ডুবে মারা গেছেন সাত অভিবাসন প্রত্যাশী নারী ও শিশু।
তারা যেখানে নিরাপদে থাকবেন বলে আশা করেছিলেন সেই লা রেস্টিনগা বন্দরে শুক্রবার তাদের কবর দেওয়া হয়।
ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবা জানিয়েছে, যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচ বছর বয়সী দুই বালিকা ও ১৬ বছর বয়সী এক কিশোরী ছিলেন। উদ্ধারকারীরা অভিবাসন প্রত্যাশীদের নৌকাটিকে পাহারা দিয়ে লা রেস্টিনগা বন্দরে নিয়ে যাওয়ার সময় বুধবার এল ইয়েরো দ্বীপের কাছে এটি ডুবে যায়।
মৃতদের শেষকৃত্যের সময় লা রেস্টিনগার বাসিন্দা হাবিয়ের ইগ্লেসিয়াস রয়টার্সকে বলেন, “আমি চিৎকার শুনে আর দ্বিধা করিনি। যে কোনো নাগরিক জরুরি পরিস্থিতিতে বা দুর্ঘটনা ঘটলে যা করেন, আমি আমার গাড়ি নিয়ে নৌকাটি যেখানে ডুবেছে তার কাছে ছুটে আসি আর যতটুকু সাহায্য করতে পেরেছি করেছি।”
বেঁচে যাওয়া অন্য অভিবাসন প্রত্যাশীরাও ওই শেষকৃত্যে যোগ দিয়েছিলেন।
ইগ্লেসিয়াস বলেন, “যা আপনাকে নাড়িয়ে দেবে ও ছাপ রেখে যাবে তা হল ওই মুখগুলো, ওই মানুষদের যারা তাদের স্বপ্নে পৌঁছতে পারলেন না, তীর থেকে মাত্র পাঁচ মিটার দূরে ছিলেন।”
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ এ পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌছানো অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা সর্বকালের সর্বোচ্চ ছিল, কিন্তু চলতি বছর তা হ্রাস পেয়েছে।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ওয়াকিং বর্ডারস এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের জলপথ পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৪৮০৮ জনের মৃত্যু হয়েছিল।