Published : 11 May 2025, 08:12 PM
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে নতুন পোপ লিও চতুর্দশ রোববার জনতার উদ্দেশে ভাষণে তার প্রথম সার্বজনিক বার্তা দিয়েছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোকে ‘আর যুদ্ধ না করার’ আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্ব শান্তির এই আহ্বানে পোপ লিও বিশেষভাবে ইউক্রেইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা ও গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানান।
প্রয়াত পোপ ফ্রান্সিসের কথার প্রতিধ্বনি করে নতুন পোপ বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক ট্র্যাজেডি ৮০ বছর আগে শেষ হয়েছে..এখন আমরা খণ্ড খণ্ডভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি।”
সাম্প্রতিককালের আহ্বানের পুনরাবৃত্তি করে বিশ্বের ক্ষমতাধর মানুষদেরকে আমি এও বলব, “আর যুদ্ধ নয়।”
পোপ আরও বলেন, “প্রিয় ইউক্রেইনীয়দের দুর্ভোগে আমার হৃদয় ব্যথিত। যত দ্রুত সম্ভব একটি সত্যিকারের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যা করা দরকার করা হোক।
“গাজায় যা ঘটছে তাতেও আমি ব্যথিত। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হোক। মানবিক ত্রাণ প্রবেশ করুক। সব জিম্মিও মুক্তি পাক।”
“ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির খবর পেয়ে আমি আনন্দিত। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে একটি স্থায়ী সমঝোতা হোক এই কামনা করি।”
তবে বিশ্বে আরও অনেক দেশই সংঘাতে লিপ্ত আছে বলে তিনি উল্লেখ করেন। সেন্ট পিটার্স স্কয়ারে পোপের রোববারের এই বার্তা শুনতে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হয় ১ লাখ মানুষ।
পোপ লিও চতুর্দশ, যার আসল নাম আমেরিকান রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, গত বৃহস্পতিবার তিনি ক্যাথলিক গির্জার ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম আমেরিকান পোপ যিনি এই পদে অধিষ্ঠিত হয়ে ইতিহাস গড়েছেন।