Published : 28 May 2025, 01:48 PM
দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন চলাকালে হাসপাতালে ভর্তি হওয়া ব্রুনেই দারুসসালামের সুলতান সুস্থ আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার সুলতান হাসানাল বলকিয়াহকে কুয়ালা লামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
দুইদিনব্যাপী এবারের ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলন সোমবার কুয়ালা লামপুরে শুরু হয়। বলকিয়াহ সেখানে ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করেন।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ব্রুনেইয়ের শাসক সুলতান বলকিয়াহ এখন স্থিতিশীল অবস্থায় ও সুস্থ আছেন। তবে তার ক্লান্তিজনিত সমস্যার চিকিৎসা চলছে।
“সুলতানের অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে। কিন্তু এখনও তাকে চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকতে হবে,” প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ব্রুনেইয়ের সুলতানের কার্যালয় ক্লান্তিজনিত সমস্যা নিয়ে হাসানাল বলকিয়াহর হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছিল।
৭৮ বছর বয়সী সুলতান কুয়ালা লামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, মালয়েশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তাকে সেখানে কয়েকদিন থাকতে হবে, বলেছিল তারা।
“সুলতান সুস্থ আছেন। তিনি ক্লান্ত বোধ করছেন,” বিবৃতিতে বলে তারা।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সুলতানের হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছিলেন।
“তিনি খানিকটা ক্লান্ত, বিশ্রাম নিচ্ছেন,” সাংবাদিক সম্মেলনে এটুকুই বলেছিলেন আনোয়ার।
হাসানাল বলকিয়াহ একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ ব্রুনেইতে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়। প্রায় ৫ লাখ জনসংখ্যার দেশটির রাজনীতিও তার কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি ব্রুনেইয়ের সরকারে একইসঙ্গে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর পদ সামলান। হাসানাল বলকিয়াহ দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারও।
তার শাসনকালেই ব্রুনেই দারুসসালাম ১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে। দেশটির জীবনমান এখন এতটাই উন্নত যে তা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরাদের কাতারে পড়ে।