Published : 16 Dec 2024, 04:14 PM
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করতে গত সপ্তাহে জোড়া জরুরি অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সাউ পাউলোর হাসপাতাল থেকে রোববার তাকে ছেড়ে দিয়েছেন।
অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন লুলা (৭৯) ।
রয়টার্স লিখেছে, এ সময় মাথায় হ্যাট পরা লুলাকে উচ্ছ্বসিত দেখাচ্ছিল। কথা বলার সময় হাত নাড়ছিলেন তিনি। তিনি জোর দিয়ে জানান, যত দ্রুত সম্ভব কাজে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি।
তার চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এড়ানোর ও এক মাস পর্যন্ত ব্যায়াম করার পরামর্শসহ কাজ করার অনুমতি দিয়েছেন তারা।
গত সপ্তাহের অধিকাংশ সময় লুলা সাও পাওলোর সিরিও-লিবানিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই হাসপাতালে হওয়া সংবাদ সম্মেলনে লুলা বলেন, "আমি এখানে আছি, পুরোপুরি। আমি সুস্থ হয়ে উঠেছি, এখন শুধু আমার নিজের যত্ন নেওয়া দরকার।"
চিকিৎসকরা জানিয়েছে, এখন সাও পাওলোর বাড়িতে থাকবেন লুলা। এখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। আগামী বৃহস্পতিবার তার সিটি স্ক্যান করা হবে।
নিজ বাড়িতে থেকে পুরোপুরি সুস্থ হওয়ার পর রাজধানী ব্রাজিলিয়ায় ফিরে যাবেন ব্রাজিলের এই বর্ষিয়ান প্রেসিডেন্ট।