Published : 06 May 2025, 11:21 PM
ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়ে হুতি নিয়ন্ত্রিত প্রধান বিমানবন্দর ‘পুরোপুরি অকেজো’ করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
মঙ্গলবারের এই হামলার লক্ষ্য ছিল তিনটি বেসামরিক উড়োজাহাজ, বহির্গমন হল, বিমানবন্দরের রানওয়ে এবং সামরিক ঘাঁটি। বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে হুতিরা। হামলার জবাব দেওয়ারও অঙ্গীকার করেছে তারা।
ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুই দিন পর ইয়েমেনের সানায় এ হামলা হল।
এর আগে সোমবার ইসরায়েল হুতিদের হামলার জবাবে ইয়েমেনের বন্দরনগরী হুদাইদাতে হামলা চালিয়েছিল।
ইসরায়েল জানুয়ারিতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালানো শুরু করে বিদ্যুৎকেন্দ্র এবং বিভিন্ন বন্দর লক্ষ্য করে। এর আগে ডিসেম্বরে তারা ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছিল।
মঙ্গলবারের হামলায় সানার বিমানবন্দরের ফ্লাইট রানওয়ে এবং বিমানবন্দরের অবকাঠামোর ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলে ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
ইসরায়েলের অভিযোগ, হুতিরা অস্ত্র স্থানান্তর ও অন্যান্য তৎপরতা চালানোর জন্য এই বিমানবন্দরকে ব্যবহার করছে।
বিমানবন্দর ছাড়াও সানার বিদ্যুৎ কেন্দ্র, যেটি হুতিদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো, সেটিতে এবং নগরীর উত্তরে আল-ইমরান সিমেন্ট কারখানাতেও হামলা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।