Published : 18 Jun 2025, 12:06 PM
ইরানে নজিরবিহীন হামলার ষষ্ঠ দিনে তেহরানে একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে এবং একাধিক অস্ত্র বানানোর কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বুধবার সকালে তারা জানায়, রাতভর এসব হামলায় ৫০টিরও বেশি উড়োজাহাজ অংশ নিয়েছে। তাদের হামলার শিকার অস্ত্র কারখানাগুলোর মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংযোজনে ব্যবহৃত কাঁচামাল ও উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে বলে দাবি তেল আবিবের।
তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্রও বানানো যায়।
“পরমাণু অস্ত্র বানাতে ইরানি শাসকদের যে কর্মসূচি তা ব্যাহত করার উদ্দেশ্যে নেওয়া বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে এই সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে। পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ ও গতি বাড়ানোর লক্ষ্যে এ কেন্দ্রটি করা হয়েছিল,” বলেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সেন্ট্রিফিউজ হলো ভঙ্গুর এবং খুব সূক্ষ্মভাবে ভারসাম্য রাখা যন্ত্র, যেগুলো ঘূর্ণায়মান রোটর ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসকে অত্যন্ত দ্রুত গতিতে ঘোরায়।
ইসরায়েল তাদের হামলার প্রথম দিনেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, সেই হামলায় স্থাপনাটির ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো ‘পুরোপুরি ধ্বংস যদি নাও হয়, তাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে’ বলে ধারণা দিয়েছিলেন পারমাণবিক স্থাপনার ওপর নজর রাখা বৈশ্বিক সংস্থা আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি।