Published : 27 Feb 2025, 04:57 PM
গঙ্গার ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পাপ থেকে মুক্তি পাওয়ার আশায় ভারতের মহা কুম্ভমেলায় মোট ৬৬ কোটি ৩০ লাখ ধর্মপ্রাণ হিন্দু যোগ দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে ৪৫ দিন ধরে চলা এ মেলার শেষ দিন ছিল বুধবার। এ দিন দেড় কোটিরও বেশি মানুষ মেলায় যোগ দেয়।
বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর অন্যতম ভারতের মহা কুম্ভমেলা। হিন্দু শাস্ত্র অনুযায়ী শেষ দিন শিবরাত্রিতে গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে ‘পবিত্র’ স্নানের মধ্য দিয়ে এ মহামেলা শেষ হয়।
এই মেলা উপলক্ষ্যে প্রয়াগরাজের নদী সঙ্গমের তীরে একটি অস্থায়ী শহর তৈরি করা হয়। টেলিভিশনের ছবিগুলোতে নিরাপত্তা কর্মকর্তাদের এখানে আসা দর্শনার্থীদের ব্যারিকেডগুলো ঘুরে যাওয়ার জন্য নির্দেশনা দিতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
রাহুল নামে এক ভক্ত বলেন, “পবিত্র ডুব’ দেওয়ার শেষ দিন হওয়ায় আজ প্রচুর ভিড় হয়েছে। ভাগ্যক্রমে আজ আমরা ডুব দেওয়ার সুযোগ পেয়েছি।”
এ দিন প্রচুর দর্শনার্থী আসায় রাস্তাগুলো যানজটে স্তব্ধ হয়ে পড়ে, ট্র্যাফিক জ্যাম কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
প্রয়াগরাজ (সাবেক এলাহাবাদ), হরিদ্বার, উজ্জয়নী ও নাশিক- ভারতের এই চার শহরে তিন বছর পর পর ঘুরে ঘুরে কুম্ভমেলার আয়োজন করা হয়। এভাবে প্রতি ১২ বছর পর যে মেলা হয় তাতে ‘মহা’ শব্দটি যোগ হয়ে তা ‘মহা কুম্ভমেলা’য় পরিণত হয়। এই মহা কুম্ভমেলায়ই সবচেয়ে বেশি লোক সমাগম হয়।
উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ত্রিবেণী সঙ্গমে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ স্নান করেছে। এদের নিয়ে মেলায় আসা মোট দর্শনার্থীর সংখ্যা ৬৬ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।
এর আগে ২০১৯ সালের কুম্ভমেলায় ২৪ কোটি মানুষ যোগ দিয়েছিল। কিন্তু এবার কুম্ভমেলার আগে ‘মহা’ শব্দটি যোগ হওয়ায় এটি আরও বিশাল এক মহামেলায় পরিণত হয়। এর সঙ্গে ১৪৪ বছর পর নক্ষত্রযোগের পুণ্য তিথির কারণে এ মেলা আরও বিশেষ হয়ে দাঁড়ায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির মন্ত্রীদের থেকে শুরু করে ধনকুবের ব্যবসায়ীরা, চলচ্চিত্র ও টেলিভিশন তারকারা এ মেলায় যোগ দিয়ে ‘পবিত্র’ স্নানে অংশ নিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স এ মোদী লিখেছেন, “সমাজের প্রতিটি অংশ, প্রতিটি অঞ্চল থেকে লোকজন এসে মহা কুম্ভে একত্রিত হয়েছে।”
আরও পড়ুন:
মহাকুম্ভ মেলায় মাঘী পূর্ণিমার দিনে ‘পবিত্র ডুব’ দিলেন এক কোটির বেশি ভারতীয়
ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃত প্রায় ৪০