Published : 02 Jun 2025, 12:46 PM
পোল্যান্ডের নির্বাচন কমিশন (পিকেডব্লিউ) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি ইতিহাসবিদ কারোল নাভ্রোৎস্কিকে বিজয়ী ঘোষণা করেছে।
সব ভোট গণনা শেষে তারা জানায়, দ্বিতীয় রাউন্ডে নাভ্রোৎস্কি মোট ভোটের ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’র উদারপন্থি মেয়র রাফাল ত্রাস্কোভস্কির বাক্সে গেছে ৪৯ দশমিক ১ শতাংশ।
বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষে প্রথম বুথফেরত জরিপে দুই প্রার্থীর মধ্যে হড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল।
ওই জরিপে ত্রাস্তোভস্কি ৫০ দশমিক ৩ শতাংশ ও নাভ্রোৎস্কি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পাচ্ছেন বলে ধারণা পাওয়া যায়। সেই ফল দেখেই ত্রাস্কোভস্কি নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছিলেন; অন্যদিকে নাভ্রোৎস্কি বলেছিলেন, এখনি আশা ছাড়া যাবে না।
“আজ রাতে আশা হারাবেন না। রাতের মধ্যেই আমরা জিতবো, পার্থক্য খুব, খুবই কম। আমি বিশ্বাস করি, কাল সকালে আমরা প্রেসিডেন্ট কারোল নাভ্রোৎস্কিকে নিয়েই ঘুম থেকে উঠবো,” বলেছিলেন তিনি।
শেষ পর্যন্ত তা-ই সত্যি হল।
নতুন প্রেসিডেন্ট হিসেবে নাভ্রোৎস্কি প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের ইউরোপীয় ইউনিয়নপন্থি কর্মসূচি আটকাতে আগের প্রেসিডেন্টের মতোই ভিটো ক্ষমতার ব্যবহার চালিয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল নাভ্রোৎস্কির সমর্থক, রক্ষণশীল বিরোধীদল ল অ্যান্ড জাস্টিসকেও (পিআইএস) নতুন উদ্দীপনা যোগাবে। দেড় বছর আগে ক্ষমতা হারানো দলটির নেতাকর্মীরা ২০২৭ সালের পার্লামেন্টে নির্বাচনে টাস্কের জোটকে হারানোর স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করতে পারে।
ক্যাথলিক ও পারিবারিক মূল্যবোধের ঘোরতর সমর্থক নাভ্রোৎস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি ও কৌশলের চেয়েও পোল্যান্ডের সার্বভৌমত্বকে বেশি অগ্রাধিকার দিতে চান।
তিনি ইউক্রেইনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার পক্ষে, তবে চান না রাশিয়ার অভিযান চলাকালে প্রতিবেশী দেশটি নেটো বা ইইউতে যোগ দিক।
পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ব্যাপারে পোল্যান্ডের প্রেসিডেন্টের ক্ষমতা বেশ সীমিত। তবে তিনি যে কোনো আইনে ভিটো দিতে পারেন। তার ভিটো টপকাতে পারে পার্লামেন্টে টাস্কের এমন সংখ্যাগরিষ্ঠতা নেই।
৪২ বছর বয়সী নাভ্রোৎস্কি ইইউ’র জলবায়ু ও অভিবাসন নীতিরও ঘোর বিরোধী।
পিআইএস তাকে তাদের ‘অনানুষ্ঠানিক’ প্রার্থী হিসেবে বেছে নেওয়ার আগ পর্যন্ত জাতীয়ভাবে খুব একটা পরিচিত ছিলেন না তিনি।
শৌখিন বক্সার ও ফুটবলার নাভ্রোৎস্কি প্রায়ই নিজের ব্যয়াম করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোল্যান্ডের সাধারণ মানুষ এবং দেশের স্বার্থের পক্ষে দাঁড়াতে পারবেন এমন একজন শক্তিশালী প্রার্থী হিসেবে পিআইএস তাকে উপস্থাপন করেছিল।
ডনাল্ড ট্রাম্পের সমর্থক নাভ্রোৎস্কি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে ভোটের প্রচারের এক পর্যায়ে ওয়াশিংটনে উড়ে গিয়েছিলেন। স্বল্প সময়ের ওই সাক্ষাতে তিনি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ‘থাম্বস-আপ’ ছবিও তুলেছিলেন।