Published : 15 Aug 2023, 02:06 PM
আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি হোটেলে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
সোমবারের এই বিস্ফোরণের কারণ পরিষ্কার হয়নি। ঘটনাস্থলের অবস্থান পাকিস্তান সীমান্তের কাছে।
খোস্তের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে পাকিস্তানের ওয়াজিরিস্তান থেকে আসা লোকজন রয়েছেন।
এ বিষয়ে মন্তব্য চেয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খোস্ত প্রদেশের সীমান্তের অপর পাশেই পাকিস্তানের ওয়াজিরিস্তানের অবস্থান।
আফগানিস্তানের তালেবান পরিচালিত প্রশাসন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহ মোকবেলা করছে। গোষ্ঠীটি সম্প্রতি তালেবানের নিরাপত্তা বাহিনী, দেশটিতে যাওয়া বিদেশিদের ওপর ও বেসামরিক বিভিন্ন লক্ষ্যে চালানো হামলার দায় স্বীকার করেছে।
এদিকে পাকিস্তানেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি দেশটিতে হওয়া বিভিন্ন প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ।
টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুলের তালেবান প্রশাসন তাদের দমনে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ইসলামাবাদের।
তালেবান বলেছে, তারা আফগানিস্তানের নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে এবং সম্প্রতি আইএসের সেলগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে বোমা হামলা ও অন্যান্য সহিংসতায় হাজারেরও বেশি আফগান বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।