Published : 11 Jan 2024, 09:13 PM
ভারতের মণিপুর রাজ্যে একটি গ্রাম থেকে চারজন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেলে তাদেরকে অপহরণের পর হত্যা করা হয়।
রাজ্যের চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মধ্যবর্তী কোনো স্থানে সন্দেহভাজন জঙ্গিরা তাদের হত্যা করেছে বলে পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি।
ওই চার ব্যক্তি বিষ্ণুপুরের আকাসই গ্রামের বাসিন্দা, তাদের মধ্যে দুইজন বাবা-ছেলে। রাজধানী ইম্ফল থেকে গ্রামটির দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। তীব্র শীতে ঘর গরম রাখতে কাঠ সংগ্রহের জন্য বুধবার তারা জঙ্গলে গিয়েছিলেন।
বাড়িতে ফিরে না আসায় বুধবারই তাদের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। বলে, সন্দেহভাজন জঙ্গিরা তাদের প্রথমে অপহরণ করে এবং তারপর নির্যাতন করে মেরে ফেলে।
বিষ্ণুপুরের কুম্বি থানার পুলিশ পরে জঙ্গলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার চারটি মৃতদেহ উদ্ধার করে।
নিরাপত্তা বাহিনী এখনো ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করছে। পুলিশ জানিয়েছে, ওই চারজন খুব সম্ভবত কাঠ সংগ্রহ করতে গিয়ে তথাকথিত ‘বাফার জোন’ এ প্রবেশ করে ফেলেছিল। দুই জেলাকে আলাদা করেছে এই ‘বাফার জোন’।
সর্বশেষ এই হত্যাকাণ্ড ‘বাফার জোন’ এর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উত্থাপন করেছে। কারণ, গ্রামবাসীরা কৃষিকাজ করতে বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাজ করতে পাহাড়ের পাদদেশে গেলে নানা জঙ্গি দল তাদের ধরে নিয়ে গিয়ে হত্যা করছে।
গত বছর মে মাসে মণিপুরের পাহাড়ি এলাকার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কুকি এবং সমতলের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মেইতেই জাতিগোষ্ঠির মঙ্গে ভয়াবহ দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারায়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়।
কুকি-অধ্যুষিত চুরাচাঁদপুর পার্বত্য জেলার অন্তর্গত। যেটি মেইতি-অধ্যুষিত জেলা বিষ্ণুপুর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে।