Published : 13 Sep 2024, 10:11 PM
আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে হামলার এ ঘটনা ঘটেছে বলে ক্ষমতাসীন তালেবান মুখপাত্র শুক্রবার জানিয়েছেন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো প্রমাণ দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
ডেকুন্ডি প্রদেশের অধিকাংশ বাসিন্দা শিয়া মুসলিম। ডেকুন্ডিকে আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ প্রদেশে হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছরের মধ্যে দেশটিতে হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা এটি।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “এই ঘটনায় নিরীহ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘটনার দায়ীদের খুঁজে বের করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি এবং তাদের বিচারের মুখোমুখি আনার চেষ্টা করছি।”
মধ্যপ্রাচ্যভিত্তিক আইএসের শাখা ইসলামিক স্টেট-খোরসান আফগানিস্তানে তালেবান শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালাচ্ছে। তালেবানকে শত্রু জ্ঞান করে তারা।
তালেবান কর্তৃপক্ষ বলছে, তারা ওই বিদ্রোহী গোষ্ঠীটিকে প্রায় নির্মূল করে দিয়েছে। তবে তাদের এ দাবি সত্ত্বেও ইসলামিক স্টেট-খোরসান তাদের হামলা অব্যাহত রেখেছে।