Published : 18 May 2025, 12:44 AM
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরি অঙ্গরাজ্যে রাতভর বেশ কয়েকটি তীব্র ঝড় থেকে উৎপত্তি হওয়া টনের্ডোর তাণ্ডবে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।
কেন্টাকির গভর্নর অ্যান্ড্রি বেসিয়ার স্থানীয় সময় শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স এ জানিয়েছেন, তার অঙ্গরাজ্যে অন্তত ১৪ জন নিহত হয়েছেন আর আরও খবর আসতে থাকায় সংখ্যাটি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কেন্টাকির বৃহত্তম শহর লুইভেল থেকে প্রায় ১৫০ মাইল দক্ষিণে লরেল কাউন্টিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। লরেল কাউন্টির শেরিফ জন রুট ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবকে ‘নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এতে আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন আর জীবিতদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে আসা আকাশ থেকে নেওয়া ছবিগুলোতে দেখা গেছে, ঝড় ও টর্নেডোর ঝাপটায় লরেল কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ব্লক ধরে বাড়িগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে, টর্নেডোর আঘাত গাড়ি ও পিকআপ ট্রাকগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
এর আগে কর্মকর্তারা জানান, মিজৌরির সেইন্ট লুইস শহরে আঘাত হানা টর্নেডোতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন আর প্রায় পাঁচ হাজার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে।
এর পাশাপাশি মিজৌরির দক্ষিণাঞ্চলীয় স্কট কাউন্টিতে আরও দুইজন নিহত হয়েছেন, জানিয়েছেন কর্মকর্তারা। সেইন্ট লুইসের দু’টি হাসপাতালে আহত অন্তত ৪৫ জনকে ভর্তি করা হয়েছে। শহরটিতে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মিজৌরি, কেন্টাকি ও মিশিগানসহ যুক্তরাষ্ট্রের টর্নেডো কবলিত অঞ্চলগুলোর প্রায় তিন লাখ ৩৪ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।