Published : 10 May 2025, 12:44 PM
দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডরে সশস্ত্র এক অপরাধী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে ১১ সেনা নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আলতো পুনিনো এলাকায় বেআইনি খননবিরোধী এক অভিযান চলাকালে সেনাবাহিনী ওই গোষ্ঠীটির আক্রমণের শিকার হয়, শুক্রবার তারা এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কমান্ডোজ দে লা ফ্রন্টেরা নামের সশস্ত্র অপরাধী গোষ্ঠীর সদস্যরা সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে ভাষ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
গোষ্ঠীটি ‘বর্ডার কমান্ড’ নামেও পরিচিত। হামলার সময় তারা বিস্ফোরক, গ্রেনেড ও বন্দুক ব্যবহার করেছে বলে সেনা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানায় মন্ত্রণালয়।