Published : 22 Sep 2024, 03:17 PM
যুক্তরাষ্ট্রে আলাবামার বার্মিংহামে বেপরোয়া গুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিগেরাল্ড বলেছেন, কয়েকজন বন্দুকধারী একদল মানুষের ওপর কয়েক দফা গুলি ছুড়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নগরীর ফাইভ পয়েন্টস সাউথ এরিয়ায়। পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও এক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছে।
পুলিশ কর্মকর্তা ট্রুম্যান জানান, বন্দুকধারীরা হেঁটে নাকি গাড়ি চালিয়ে লোকজনের কাছের গিয়ে গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। হামলাকারী সন্দেহে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গুলিতে আহতদের বিষয়ে ট্রুম্যান সাংবাদিকদের বলেছেন, “আমরা ওই এলাকায় গুলিবিদ্ধ কয়েক ডজন মানুষকে পেয়েছি। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।”
বন্দুক সহিংসতা বিষয়ক আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রজুড়ে এবছর চারশ’রও বেশি বেপরোয়া গুলির ঘটনা ঘটেছে।