Published : 10 Jun 2025, 06:54 PM
তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়া অন্যতম বড় বিমান হামলা চালিয়েছে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি মাতৃসদনে হামলায় অন্তত দুইজন নিহত হয় বলে মঙ্গলবার জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার ইউক্রেইনে সবচেয়ে বড় ড্রোন হামলার পরপরই রাতে এই বিমান হামলা চালায় রাশিয়া। ইউক্রেইনে বোমাবর্ষণ জোরদারের আওতায় রাশিয়া এই হামলা চালাল। এই হামলাকে রাশিয়ায় ইউক্রেইনের হামলার জবাবে ‘প্রতিশোধমূলক বোমাবর্ষণ’ বলে উল্লেখ করছে মস্কো।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, কিইভে গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। আকাশজুড়ে আগুনের ঝলকানি দেখা যায়। পরে ঘন ধোঁয়ার মেঘে ঢেকে যায় আকাশ।
কিইভের ১০টি জেলার মধ্যে অন্তত সাতটিতে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহর কর্তৃপক্ষ। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“আজকের হামলা কিইভে যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ হামলা,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করে।
ইউক্রেইনের উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা রাশিয়ার বিরুদ্ধে অবিলম্বে নতুন নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেইনের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।
যদিও সম্প্রতি মস্কো ও কিইভের মধ্যে দু’দফা শান্তি আলোচনা হয়েছে। তবে বাস্তব অগ্রগতি কেবল যুদ্ধবন্দি বিনিময়ের মধ্যেই সীমিত। পূর্ব ইউক্রেইনের রণাঙ্গনে রাশিয়া এখনও এগিয়ে যাচ্ছে।
দুই পক্ষই যুদ্ধ বন্ধে অগ্রগতির ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও উভয়পক্ষকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
ইউক্রেইনের বিমান বাহিনী জানায়, রাশিয়া সারা দেশে ৩১৫টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ২৭৭টি ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে কিইভসহ অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। সেনাবাহিনী বলছে, মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় রাত ২টা) সতর্কতা জারি ছিল।