Published : 14 Apr 2025, 12:07 AM
পেনসিলভানিয়ার গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত অগ্নিসংযোগ করার পর গভর্নর জশ শাপিরো ও তার পরিবারের সদস্যদের তাৎক্ষণিক বাড়িটি থেকে অন্যত্র সরে যেতে হয়েছে।
রোববার শাপিরোই এই খবর নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ডেমোক্র্যাট এ গভর্নর বলেন, আগুন ছড়িয়ে পড়ার সময় পুলিশ দরজায় বারবার ধাক্কা দিলে মধ্যরাতে তিনি ঘুম থেকে জেগে উঠেন।
“ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি, আগুনও নিভিয়ে ফেলা হয়েছে,” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এমনটাই বলেন শাপিরো।
বিবিসি লিখেছে, গভর্নর ও পেনসিলভানিয়া রাজ্য কর্তৃপক্ষ একে অগ্নিসংযোগ অ্যাখ্যা দিলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকের কথা জানানো হয়নি।
শাপিরো ও তার পরিবারের সদস্যরা রাজ্যের রাজধানীতে অবস্থিত গভর্নরের বাড়ি হারিসবার্গে ইহুদিদের পাসওভার ছুটির প্রথম রাত কাটানোর পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুন নেভানো হলেও এর কারণে ‘বাসভবনের একটি অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,” বলেছে রাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, যখন আগুন লাগানো হয় তখন গভর্নর ও তার পরিবারের সদস্যরা ইটের বাড়িটির পৃথক এক অংশে ছিলেন।
ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য কর্তৃপক্ষ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।