Published : 12 Aug 2024, 04:30 PM
উগান্ডার রাজধানী কাম্পালার একটি বিশাল আবর্জনার ভাগাড়ে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উগান্ডার গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে ওই ভাগাড়ে একপাশের আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে, এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেক মানুষের মৃত্যু হয়।
পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াঙ্গো রোববার জানান, সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকাজ অব্যাহত আছে। তবে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসাভেনি এক বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলের কাছাকাছি বসবাস করা সবাইকে সরিয়ে নেওয়ার বিষয়টি সমন্বয় করতে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স এ সরকারি এক পরিদর্শক জানিয়েছেন, সরকার ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আর কোনো কর্মকর্তার গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উগান্ডা রেডক্রস জানিয়েছে, বাস্তুচ্যুতদের জন্য ঘটনাস্থলের কাছে তাঁবু স্থাপন করা হয়েছে।
রয়টার্স জানায়, কিতেজি নামে পরিচিত আবর্জনার ভাগাড়টি কাম্পালার বর্জ্য ফেলার একমাত্র জায়গা। দশকের পর দশক ধরে এখানে বজ্র্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরেই এখান থেকে ছড়িয়ে পড়া বিপজ্জনক বর্জ্যে চারপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছিলেন।