Published : 25 May 2025, 07:52 PM
রাশিয়া এবং ইউক্রেইন রোববার চুক্তি অনুযায়ী একে অপরের সঙ্গে এক হাজার যুদ্ধ বন্দিবিনিময় শেষ করেছে।
তিন বছর আগে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন।
দুই দেশের মধ্যে গত শুক্রবার তিনদিনের এই বন্দি বিনিময় শুরু হয়েছিল। যুদ্ধে যারা বন্দি হয়েছিল তাদেরকেই মূলত ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার শেষ দিনে ইউক্রেইন ও রাশিয়া ৩০৩ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে।
টেলিগ্রামে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, “আজ আমাদের সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, দ্য স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিস এর যোদ্ধারা বাড়ি ফিরছে।”
রয়টার্স টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনারা ইউক্রেইনের অভ্যন্তরে একটি নির্ধারিত স্থানে বাস থেকে নামছেন, তাদের বেশিরভাগেরই গায়ে নীল ও হলুদ জাতীয় পতাকা জড়ানো ছিল। এসময় বাইরে অপেক্ষারত পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন।
গত ১৬ মে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধি দলের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে তিন বছর পর সরাসরি আলোচনা হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপেই দুই পক্ষ সেদিন ইস্তাম্বুলে বসেছিল।
সেদিনের আলোচনায় এই যুদ্ধ বন্দি বিনিময় ছাড়া আর কিছুতেই সমঝোতা হয়নি। ট্রাম্প অবশ্য এই বন্দি বিনিময়েকেই অগ্রগতি হিসেবে দেখছেন এবং এর পথ ধরে যুদ্ধরত দুই দেশের মধ্যে শান্তি আলোচনা নতুন ধাপে উন্নীত হবে বলে আশা তার।
গত শুক্রবার বন্দিবিনিময়ের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, বন্দিবিনিময় একবার সম্পন্ন হয়ে গেলেই তারা ইউক্রেইনকে শান্তিচুক্তির একটি দীর্ঘমেয়াদি খসড়া প্রস্তাব দেবেন।
তবে রাশিয়া বন্দিবিনিময় প্রক্রিয়া চলার কয়েকদিনে ইউক্রেইনে তুমুল হামলা জারি রাখে। শনিবার দ্বিতীয় দিনের বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা আগেও ইউক্রেইনের রাজধানী কিইভ রাশিয়ার দূরপাল্লার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপেছে।
এদিনের হামলায় ১৫ জন আহত হয়েছে বলেও ইউক্রেইনের দিক থেকে জানানো হয়। ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার এই সময়টিকে ‘কঠিন’ আখ্যা দেন।
“এমন প্রতিটি হামলা থেকে বিশ্ব আরও নিশ্চিত হয়ে যাচ্ছে যে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে আছে মস্কোই,” বলেন তিনি।