Published : 27 Apr 2025, 12:48 AM
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘নতুন একটি বহুমুখী ডেস্ট্রয়ার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
শনিবার এক প্রতিবেদনে কেসিএনএ দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সচিব জো চু রিয়ংয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাঁচ হাজার টনের এই যুদ্ধজাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত’ আর এটি ‘আমাদের নিজস্ব বল ও প্রযুক্তিতে ৪০০ দিনের মধ্যে’ তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কিম জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে উত্তর কোরিয়ার নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজটি হস্তান্তর করা হবে আর তখন থেকেই এটি কাজ শুরু করবে।
শুক্রবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জাহাজ নির্মাণ ডকইয়ার্ড নামফোতে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। জাহাজটি ‘ছো হিওন শ্রেণির বলে জানিয়েছে কেসিএনএ। ছো হিওন জাপান বিরোধী বিপ্লবের একজন বীর যোদ্ধা ছিলেন, তার নামেই এটির নামকরণ করা হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেআরটির ফুটেজে কিমকে তার কন্যা জু এসহ ট্রেনযোগে পশ্চিমাঞ্চলীয় শহর নামফোতে এসে নামতে দেখা গেছে। কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জংও তাদের সঙ্গে ছিলেন।
চলতি মাসের প্রথমদিকে একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছিল, উত্তর কোরিয়ার নতুন শ্রেণির যুদ্ধজাহাজ তাদের সামরিক বাহিনীর তৈরি ক্ষেপণাস্ত্র বহনের জন্য কয়েক ডজন খাড়া লঞ্চ সেল স্থাপন করার উপযোগী।
কিম বলেছেন, শত্রুর হামলার আগেই তাদের ওপর শক্তিশালী আক্রমণ চালানো সবচেয়ে ‘প্রত্যয়ী যুদ্ধ প্রতিরোধক’।
তিনি খোলা সাগরে অভিযান চালানোর জন্য একটি যুদ্ধজাহাজ বহর তৈরির প্রত্যয় জানিয়ে বলেন, “এখন আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত গুরুতর।”
তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে কোরীয় উপদ্বীপে কৌশলগত সম্পদ মোতায়েন করে চলছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথমদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অনুশীলনে যুদ্ধবিমানের পাশাপাশি বি-১বি কৌশলগত বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।
উত্তর কোরিয়া এই অনুশীলনকে যুদ্ধের মহড়া অভিহিত করে এর নিন্দা করেছে। অপরদিকে এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক ছিল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।