Published : 01 May 2024, 11:49 PM
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের হটিয়ে দিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে ‘বড় ধরনের অভিযান’ চালিয়েছে।
পুলিশের অভিযানের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কিছু শিক্ষার্থীকে তাদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অভিযান বাকস্বাধীনতা হরণ করার জন্য নয় বরং সেখানে ভাঙচুর এবং অন্যান্য অপরাধ দমন করার জন্যই চালানো হয়েছে।
পুলিশ কমিশনার এডওয়ার্ড জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, সেখানকার মানুষজন,কর্মচারি এবং শিক্ষার্থীরা সবাই ঝুঁকির মুখে আছে।
প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনধিকার প্রবেশ,অপরাধমূলক কর্মকাণ্ড এবং চুরির অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ডেপুটি কমিশনার রেবেকা ওয়েইনার বলেন, কিছু বিক্ষোভকারীকে পুলিশ আগে থেকেই চেনে। নিউ ইয়র্ক ও অন্যান্য নগরীতে তারা এর আগেও বিক্ষোভে জড়িত ছিল।
মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা হলটি দখলে নিয়ে ২৪ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া অল্টিমেটাম উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে আসছিল।
পুলিশ বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের পর দুই ঘণ্টার মধ্যে হ্যামিল্টন হল ও ওই তাঁবু শিবির থেকে সবাইকে হটিয়ে দিয়ে সেগুলো নিয়ন্ত্রণে নেয়। এ সময়ই শতাধিক প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে তারা।
দুই সপ্তাহ আগে থেকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের লনে তাঁবু খাটিয়ে শিবির গেড়ে বিক্ষোভ চালিয়ে আসছে।
সোমবার দুপুর ২টার মধ্যে বিক্ষোভকারীদেরকে তাঁবু শিবিরে অবস্থান কর্মসূচি বন্ধের আল্টিমেটাম দিয়ে কর্তৃপক্ষ বলেছিল, আদেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিক্ষোভবারীরা আল্টিমেটাম উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যায়।