Published : 25 Mar 2025, 02:37 PM
নিউ জিল্যান্ডের সাউথ অ্যাইল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে কোনো সুনামির হুমকি সৃষ্টি হয়েছে কি না, দেশটির দুর্যোগ সংস্থা তা যাচাই করে দেখছে।
দেশটির ভূকম্পন জরিপ সংস্থা জিওনেট জানিয়েছে, মঙ্গলবার নিউ জিল্যান্ডের অ্যান্টার্কটিক অঞ্চল সংলগ্ন দ্বীপপুঞ্জগুলোর মধ্যে সর্বউত্তরের স্নেয়ার্স দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
৪৭ হাজারের বেশি মানুষ ভূমিকম্পটি অনুভব করেছে, জানিয়েছে জিওনেট। নিউ জিল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় ভবনগুলি দুলছিল ও জিনিসপত্র পড়ে যাচ্ছিল।
নিউ জিল্যান্ড হেরাল্ড সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ফেইসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, “আমাদের শেলফ থেকে জিনিসপত্র পড়ে গেছে। বাইরে রাখা কাঠের টেবিলটা নাচছিল।”
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা সাউথল্যান্ড ও ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সৈকত ও সমুদ্র তীরবর্তী এলাকাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। শক্তিশালী ও অস্বাভাবিক স্রোতের কারণে বিপদ হতে পারে বলে সতর্ক করেছে তারা।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা প্রথমে ৭ বলে জানিয়েছিল তারা, পরে তা কমিয়ে ৬ দশমিক ৭ বলে জানায়।
অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাদের মূল ভূখণ্ডে, দ্বীপগুলোতে বা অঞ্চলগুলোতে সুনামির কোনো হুমকি নেই।
নিউ জিল্যান্ড দ্বীপপুঞ্জ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ এর ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। এই ‘আগ্নেয় মেখলা’ প্রশান্ত মহাসাগরের তলদেশের অনেকটা অংশজুড়ে বক্রাকারে বিস্তৃত ৪০ হাজার কিলোমিটারের একটি আগ্নেয়গিরির চেইন ও মহাসাগরীয় খাদ।