Published : 22 Apr 2025, 02:47 PM
ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার রাত থেকে শুরু হওয়া এ দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে অন্তত ৪৪৫টি বাড়ি সম্পূর্ণ, আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর বৃষ্টিতে রাজ্যের রাজধানী আগরতলার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গোমতির কারবুক এলাকায় ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন ৭০ বছর বয়সী এক ব্যক্তি ও ৩৯ বছর বয়সী এক নারী।
ঝড়ো হাওয়ায় রাজ্যের বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ও ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
প্রবল বর্ষণ হলেও গোমতি, মুহুরি ও ফেনীসহ রাজ্যের প্রধান নদীগুলো এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে।
প্রবল বর্ষণে রাজ্যের হাসপাতালগুলোও বিপর্যস্ত হয়ে পড়েছে। আগরতলার সরকারি জিবি হাসপাতালের জরুরি বিভাগে পানি ঢুকে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।
দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকা রোববার রাত থেকে বিদ্যুৎবিহীন রয়েছে। বর্ষা শুরুর আগেই এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।