Published : 23 Aug 2023, 10:13 AM
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার প্রায় হাজার ফুট উপরে ঝুলন্ত কেবল কারে আটকা পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় পৌঁনে ৮টার দিকে প্রদেশটির বাত্তাগ্রাম জেলার প্রত্যন্ত আল্লাই তেহশিলে সাত স্কুলশিশু ও স্থানীয় এক বাসিন্দাকে নিয়ে মাঝপথে আটকা পড়ে কেবল কারটি। দুটি তার ছিঁড়ে যাওয়ার পর অবশিষ্ট একটি তারের ওপর নির্ভর করে শূন্যে ঝুলে থাকে কারটি।
এরপর দিনভর উৎকণ্ঠার মধ্যে ধাপে ধাপে সবাইকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যায়।
উদ্ধার অভিযান সফলভাবে শেষ হওয়ার পর পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “এটি একটি অনন্য অভিযান ছিল। এর জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন ছিল।”
এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান রাতের অন্ধকারের মধ্যে শেষ হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকা পড়ে থাকা শিশুরা খাবার ও পানির অভাব বোধ করতে থাকলে এক পর্যায়ে বিশেষ উপায়ে তাদের তা সরবরাহ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার বলেছেন, “সব শিশুকে সফলভাবে ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনী, উদ্ধারকারী বিভাগগুলোর পাশাপাশি জেলা প্রশাসন ও স্থানীয়রা মিলে দুর্দান্ত টিম ওয়ার্ক দেখিয়েছে।”
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং থেকে পাঁচ শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।
এদের মধ্যে দুইজনকে সন্ধ্যার আগেই হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়। পরে রাত নামলে হেলিকপ্টার অভিযান ঝুঁকিপূণ হওয়ায় তা স্থগিত করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এর কমান্ডিং কর্মকর্তারা এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।
পরে ফ্লাইড লাইট জ্বালিয়ে স্থলভিত্তিক আরেকটি উদ্ধার অভিযান শুরু করা হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এই অভিযানে অপেক্ষাকৃত দ্রুত সফলতা আসে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কেবল ক্রসিং বিশেষজ্ঞরা কেবলে ছোট একটি প্ল্যাটফর্ম স্থাপন করে একজন একজন করে সবাইকে উদ্ধার করতে সক্ষম হন।
মধ্যরাতের মধ্যে সবাইকে সফলভাবে উদ্ধার করার পর এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া উৎকণ্ঠা ও রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটে।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “অত্যন্ত কঠিন ও জটিল একটি অভিযান পাকিস্তান সামরিক বাহিনী সফলভাবে সম্পন্ন করেছে। আটকা পড়া সবাইকে অক্ষতভাবে সরিয়ে এনে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বেসামরিক প্রশাসন ও স্থানীয়রাও এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।”
আরও খবর: