Published : 22 Dec 2024, 08:30 PM
ফ্রান্সের ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ মায়োটে প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের হতাশা ও ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে।
মাক্রোঁ এই বাসিন্দাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও ক্ষুব্ধ যুক্তিতর্কে তাদের কথার জবাব দিতে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ‘ফ্রান্সে না থাকলে আরও সমস্যায় থাকতে হত’ বলে মাক্রোঁ উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের মুখে পড়েছেন।
ঘূণিঝড়ের পর প্রায় এক সপ্তাহ হয়ে এলেও মায়োটের প্রধান দ্বীপের অধিবাসীরা এখনও পান করার জন্য পানি পাচ্ছে না, ফোন সংযোগও বিচ্ছিন্ন হয়ে আছে।
মাক্রোঁ সেখানে পরিদর্শনে যেতেই ক্ষুব্ধ এক অধিবাসীর মুখোমুখি হন। চিৎকার করে সেই ব্যক্তি বলেন, “৭ দিন হতে যাচ্ছে, আপনি এখনও মানুষকে পানি দিতে পারেননি!”
মাক্রোঁ এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ চিৎকার করে বলছিলেন, “আমরা পানি চাই, আমরা পানি চাই।”
মায়োটে বাস করে ৩২০,০০০ বাসিন্দা এবং এর সঙ্গে আরও আনুমানিক ১ লাখ অভিবাসী। প্যারিস থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে মায়োট ফ্রান্সের বাকি অংশ থেকে অনেক বেশি দরিদ্র।
সাইক্লোনে অঞ্চলটি পুরো লন্ডভণ্ড হয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় সিদো ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে দ্বীপপুঞ্জটিতে আছড়ে পড়ে, এতে মানুষের ঘরবাড়ি, সরকারি ভবন ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।
দ্বীপপুঞ্জটিতে ৯০ বছরেরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল এটি। ঝড়ের পর প্রেসিডেন্ট মাক্রোঁ প্রথম মায়োট পরিদর্শনে যাওয়ার পর দুটি দ্বীপে তার পরির্দশন শেষের সময়েই উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় অধিবাসীদের রোষের মুখে পড়েন তিনি। ত্রাণ প্রচেষ্টায় ধীরগতির কারণে লোকজন হতাশা প্রকাশ করে। তাদের ক্ষোভ ও হতাশার মুখে মাক্রোঁ বলেন, “সাইক্লোনের ব্যাপারে আমার কিছু করার নেই। আপনারা আমাকে দুষতে পারেন। কিন্তু এটা আমি ঘটাইনি।”
অধিবাসীদের দুঃখ-কষ্টের কথা স্বীকার করে মাক্রোঁ এও বলেন যে, “আপনাদের ধৈর্যহারা হওয়ার বিষয়টি আমি বুঝতে পারি। অপনারা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রত্যেকেই সংগ্রাম করছেন|”
তবে অধিবাসীদের ক্ষোভের মুখে মাক্রোঁও কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, “ফ্রান্সে থাকতে পেরে আপনারা ভাগ্যবান। এটা যদি ফ্রান্স না হত, তাহলে আপনারা আরও বেশি সমস্যায় থাকতেন। অরও এক হাজার গুণ বেশি সমস্যায়। কারণ, এই ভারত মহাসাগরে এমন কোনও জায়গা নেই যেখানে মানুষ আরও বেশি সাহায্য পায়।”
তার একথার পর সঙ্গে সঙ্গেই এক নারীকে বলতে শোনা যায়, “আমরা একথা মানি না।”
মাক্রোঁ পরিদর্শন শেষে ফেরার পর তার বক্তব্য নিয়ে বিরোধী দলীয় আইনপ্রণেতাদের সমালোচনার শিকার হয়েছেন। এক বিরোধীদলীয় আইনপ্রণেতা বলেন, “আমি মনে করি না মায়োটের দুর্গত মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য মাক্রোঁ সঠিক কথাটি বলেছেন।” আরেক আইনপ্রণেতা বলেন, মাক্রোঁর কথা “পুরোপুরি অমর্যাদাকর।”
সাইক্লোনে অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ২ হাজার ৫০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তবে ঝড়ে আরও হাজার হাজার মানুষ মারা গিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।