Published : 20 May 2025, 09:15 PM
ভারি বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের সিলিকন ভ্যালি খ্যাত ব্যাঙ্গালুরু। বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে গেছে। শহরের রাস্তাঘাটে পানি থই থই করছে। বড় বড় রাস্তাগুলোও পানিতে তলিয়ে গেছে।
শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে পানি ঢুকে পড়েছে। ফলে মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। অতিবৃষ্টির কারণে জমে থাকা পানি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। সোমবার অতিবৃষ্টিজনিত দুর্ঘটনায় ১২ বছরের এক বালক সহ তিনজনের মৃত্যু হয়েছে।
গত শনিবার বিকাল থেকেই ব্যাঙ্গালুরু এবং এর পাশের এলাকায় প্রবল বৃষ্টি চলছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। মঙ্গলবার আন্দামান সাগরে ঘূর্ণিঝড় রূপ নিতে থাকার কারণে ব্যাঙ্গালুরুতে উচ্চ সতর্কতা জারি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাঙ্গালুরুতে আছে বিশ্বের বড় বড় সব প্রযুক্তি কোম্পানি। বন্যার কারণে এইসব কোম্পানির কর্মচারিদেরকে বাড়ি থেকেই কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিবৃষ্টির কারণে সোমবার শহরের প্রধান একটি সফটওয়্যার ফার্ম কম্পাউন্ডের দেয়ালও ধসে পড়ে। এতে ফার্মটির এক নারী কর্মচারির মৃত্যু হয়।
বিবিসি জানায়, সোমবার শহরটিতে ১০০ মিলিমিটার (৪ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। ২০১১ সালের পর শহরটিতে এটিই বৃষ্টিপাতের রেকর্ড। ‘ব্যাঙ্গালুরুতে এমন বৃষ্টি বিরল’ বলেছেন, ব্যাঙ্গালুরুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পরিচালক সিএস পাতিল।
ব্যাঙ্গালুরু শহরটি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী। সেখানে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস পার্টি। পানিতে তলিয়ে যাওয়া ব্যাঙ্গালুরু পরিস্থিতিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কংগ্রেস সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা অমিত মালবীয় জলমগ্ন ব্যাঙ্গালুরুর বেশ কয়েকটি ছবি পোস্ট করে বলেছেন, মাত্র কয়েক পশলা বৃষ্টিতেই শহর ভেনিসে পরিণত হয়েছে।
তিনি বলেন, কংগ্রেস সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর কোনও পরিকল্পনা নেই ব্যাঙ্গালুরু নিয়ে।
ব্যাঙ্গালুরু-সহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর কন্নড়, বেলাগাভির কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
তাছাড়া কর্নাটকের অন্যান্য জায়গাগুতেও আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।