Published : 10 May 2025, 06:00 PM
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি গোলায় এক উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, রাজৌরি জেলার একজন অতিরিক্ত ডেপুটি কমিশনার পাকিস্তানি গোলাবর্ষণে নিহত হয়েছেন।
শনিবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে আব্দুল্লাহ লিখেছেন, “রাজৌরি থেকে মারাত্মক খবর এসেছে। আমরা জম্মু ও কাশ্মীরের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি।
“আজ রাজৌরি শহরকে লক্ষ্যস্থল করে ছোড়া পাকিস্তানি গোলা ওই কর্মকর্তার বাসভবনে আঘাত হেনেছে। এতে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপা মৃত্যুবরণ করেছেন। এই ভয়ানক ক্ষতিতে আমি আমার শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। “
ভারতীয় সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি গোলায় আরও দুইজন বেসামরিক নিহত হয়েছেন।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ১৯৯৯ সালের পর হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত এরই মধ্যে উভয় পক্ষে কয়েক ডজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র বারবার নয়া দিল্লি ও ইসলামাবাদের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে, শনিবার তাদের সঙ্গে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ও যুক্ত হয়েছে।