Published : 16 Jun 2025, 12:06 AM
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ব্রিটিশ নাগরিকদেরকে ইসরায়েলে 'সব ধরনের ভ্রমণ' এড়িয়ে চলতে বলেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
নির্দেশনায় “দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে” বলে নাগরিকদেরকে সতর্ক করা হয়েছে। এতে আরও বলা হয়, পরিস্থিতির খুব দ্রুতই হুট করে আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে।
বর্তমানে কোনও ব্রিটিশ নাগরিক ইসরায়েল কিংবা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থান করলে তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
নোটিসে ইরান-ইসরায়েল সংঘাত গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক্সে এক পোস্টে বলেছেন, “ব্রিটিশ নাগরিকদের কাছে আমার বার্তা স্পষ্ট। আর তা হচ্ছে আপনাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদেরকে কেবল অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার নতুন নির্দেশিকা জারি করে সতর্কতার মাত্রা বাড়ানো হল।
ইসরায়েলের আকাশসীমা গত তিন দিন ধরে বন্ধ থাকার কারণেও দেশটিতে ঢোকা ও বের হওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার ফলে আকাশসীমা বন্ধ করা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশিকায় ব্রিটিশ নাগরিকদেরকে ইরানেও সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।এমনকি মিশরেরও কিছু অংশে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।