Published : 18 May 2025, 12:09 PM
মেক্সিকোর নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের গ্রামীণ এলাকায় চালানো এক অভিযানে একটি অপরাধী দলের ১২ সদস্যকে হত্যা করেছে এবং আরও নয়জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার মিচোয়াকান রাজ্যের উইতজন্টলা এলাকায় অভিযানটি চালানো হয়, জানিয়েছে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয়।
সামাজিক মাধ্যমে এক পোস্টে মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমার হারফুছ জানান, নৌবাহিনীর নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে নৌবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। আটক ব্যক্তিরা হত্যা, চাঁদাবাজি ও অপহরণের মতো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকার অপরাধী দলগুলো সমুদ্রপথে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্র ও কৌশলগত সরঞ্জাম উদ্ধার করেছে।
অভিযানের শুরুতে অপরাধীরা ‘শক্ত প্রতিরোধ’ গড়ে তুলেছিল আর সে কারণেই ‘নিয়ম মেনে বল প্রয়োগের প্রয়োজন হয়েছে’ বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
মেক্সিকোর সংবাদপত্র এল উনিভার্সাল এবং লা হোর্নাদার প্রতিবেদনের বরাতে রয়টার্স জানায়, যে দলটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে সেটি অপরাধী দল হেলিস্কো নিউ জেনারেশন কার্টেলের একটি অংশ। এটি মেক্সিকোর দু’টি প্রধান মাদক অপরাধী চক্রের একটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সরকার এই চক্রটিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণ করেছে।