Published : 09 Jun 2025, 11:37 PM
রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যুদ্ধবন্দি বিনিময় শুরু হয়েছে। এ খবর নিশ্চিত করে জানিয়েছে মস্কো ও কিইভ সরকার।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী কয়েকদিনে কয়েকধাপে এই বন্দিবিনিময় করা হবে। এই প্রক্রিয়ায় আহত, গুরুতর আহত ও ২৫ বছরের কম বয়সী সেনাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, “প্রক্রিয়াটি বেশ জটিল। স্পর্শকাতর বহু খুঁটিনাটি বিষয় আছে। সেসব নিয়ে কার্যত প্রতিদিনই আলোচনা চলছে।”
ইউক্রেইনকে একইসংখ্যক যুদ্ধবন্দি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। যদিও রাশিয়া এবং ইউক্রেইন কোনও পক্ষই ঠিক কতজন বন্দি বিনিময় করা হয়েছে তা উল্লেখ করেনি।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, “২৫ বছরের কম বয়সী রুশ সেনাদের প্রথম দলকে ফেরত পাঠিয়েছে কিইভ প্রশাসন।”
গত সপ্তাহে তুরস্কে ইস্তাম্বুলের শান্তি আলোচনায় ইউক্রেইন এবং রাশিয়ার প্রতিনিধিরা যুদ্ধবন্দিসহ যুদ্ধে নিহত ৬ হাজারের বেশি সেনার মৃতদেহ বিনিময় করতে রাজি হয়েছিলেন।
এর আগে গত মে মাসের শেষদিকে রাশিয়া ও ইউক্রেইন উভয়ই ৩৯০ জন সেনা ও বেসামরিক নাগরিক বিনিময় করেছে। ২০২২ সালে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে এটিই ছিল দুইপক্ষের সবচেয়ে বড় বন্দিবিনিময়।
এবারে নিহত সেনাদের দেহাবশেষ পরিকল্পনামাফিক ফেরত না পাঠানো নিয়ে গত সপ্তাহেই ইউক্রেইন ও রাশিয়া বিবাদে জড়ায়।
গত শনিবার রাশিয়া অভিযোগ করেছিল যে, ইউক্রেইন হঠাৎ করেই যুদ্ধবন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ নেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তবে কিইভ এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, রাশিয়ার এমন দাবি সত্য নয়।
রাশিয়ার ওই অভিযোগের কারণে গত শনিবার দুইপক্ষের মধ্যে পরিকল্পনামাফিক যুদ্ধবন্দি বিনিময় হতে পারেনি। বিনিময় প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যাওয়ায় যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের মৃতদেহ হস্তান্তর সবই সেদিন আটকে যায়।
এরপর সোমবার আবার ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ের খবর জানাল উভয়পক্ষের সরকার।
যুদ্ধবন্দিদের ফেরত নিতে এদিন ইউক্রেইনের সঙ্গে বেলারুশের সীমান্ত এলাকার কাছে চেরনিহিভ অঞ্চলে সমবেত হয়েছে যুদ্ধবন্দিদের স্বজনরা।